সোনাগাজীতে ভেজাল চানাচুর উৎপাদন ও বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা!

সোনাগাজী প্রতিনিধিঃ

সোনাগাজীতে নিন্মমানের ভেজাল চানাচুর উৎপাদন ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান  মঙ্গলবার দুপুরে  আজিজ বেকারী ও প্রিয়া ফুডের মালিক জহির উদ্দিনের নিকট থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা  আদায় করেছেন।

এসময় সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবির , এএসআই জাহঙ্গির আলম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাজির খোকন চন্দ্র দাস উপস্থিত ছিলেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান  সাংবাদিকদের জানান, খুবই নিন্মমানের সামগ্রী দিয়ে নোংরা পরিবেশে বিষাক্ত পোড়া মবিল দিয়ে চানাচুর গুলো ভাজা হচ্ছিল। এধরনের ভেজাল সামগ্রী দিয়ে বানানো খাবার খেলে যেকেউ অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।