সোনাগাজীতে সড়ক নির্মাণে নিন্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

ফেনী প্রতিনিধিঃ

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি, ২৪মার্চ, ২০২১খ্রিস্টাব্দ, বুধবারঃ
ফেনীর সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের চরলামছিডুব্বা গ্রামে একটি সড়ক নির্মাণে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। এনিয়ে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

বুধবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। এলাকাবাসী জানায়, এলজিইডির অধীনে মতিগঞ্জ, চরলামছিডুব্বা ভায়া মমানু মানুমিয়ার হাট ভায়া কমান্ডার হাট সংযোগ সড়কটির এক হাজার ২৩০ মিটার দৈর্ঘ পাকা করণের জন্য এক কোটি ৯২লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। সড়কটির নির্মাণ কাজ পায় হক ট্রেডার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠান কয়েকদিন আগে নির্মাণ কাজ শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।

সোনাগাজীতে সড়ক নির্মাণে নিন্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

তিন নাম্বার কংক্রিট অর্থাৎ পঁচা কংক্রিট ব্যবহার করে মেকাডমের কাজ শুরু করে তারা। এতে ক্ষোভে ফুঁসে উঠে এলাকাবাসী। বিক্ষুব্ধ এলাকাবাসী নির্মাণ কাজ বন্ধ করে দেয়।


এলজিইডির উপজেলা প্রকৌশলী মনির হোসাইন খান জানান, এলাকাবাসীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারে সংশ্লিষ্ট ঠিকাদারকে নিষেধ করা হয়েছে। দরপত্র মোতাবেক নির্মাণ সামগ্রী ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস