সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ফেনী সংবাদদাতাঃ  ফেনীর সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের এলজিএসপি প্রকল্প-৩ এর আওতায় শনিবার দুপুরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবুর সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান।

বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের  চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি ও সহকারী কমিশনার (ভূমি) নিজাম উদ্দিন আহমেদ।

পৃথক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশের মাধ্যমে ওই ইউনিয়নের সুলাখালী খাজা আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পালগিরি ইবনে আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়েছে।