সোনাগাজী সরকারি কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফেনী প্রতিনিধি
সোনাগাজী সরকারি কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কলেজ মাঠে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান।
বিশেষ অতিথি ছিলেন, কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ফখরুল মাওলা এবং সহকারি কমিশনার (ভূমি) বিদর্শী সম্বৌধি চাকমা। এসময় জেলা প্রশাসক আমিন উল আহসান ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, বাংলাদেশের মানুষ যেসব গুণীজনদের নিয়ে গর্ববোধ করে, সেসব কয়েকজন গুণীজনের জন্ম সোনাগাজীর মাটিতে হয়েছে।
তোমরা শিক্ষা অর্জন করে জহির রায়হান, সেলিম আলদীন এবং শহীদুল্লাহ কায়সারের মত মানুষ হও। পড়া-লেখা শেখে মানুষের মত মানুষ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ তোমাদের উপর নির্ভর করছে। একসময় তোমাদেরকে দেশের হাল ধরতে হবে। পড়া-লেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলার প্রতিমনোনিবেশ করার আহবান জানান তিনি। পরে তিনি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।