সৌম্যের পরে বিদায় মুশফিকের

বিডিসংবাদ ডেস্কঃ  জয়ের জন্য ২১১ রানের বড় লক্ষ্য নিয়ে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নিলেন ওপেনার সৌম্য সরকার। চার বল মোকাবেলা করলেও রানের খাতা খুলার আগেই ফিরে গেছেন সৌম্য সরকার।

দলীয় ৮ রানে আকিলা ধনঞ্জয়ার বলে কুশল মেন্ডিসের হাতে ধরা পড়েন তিনি। পরের ওভারেই দলীয় ১৪ রানে ফিরেন মুশফিকুর রহিম।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে চার উইকেটে ২১০ রান করে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার ‍কুশল মেন্ডিস ও দানুস্কা গুনাথিলাকা। এই দুজন ওপেনিংয়ে ৯৮ রানের জুটি গড়েন।

এ সময় সৌম্য সরকারের বলে ওপেনার গুনাথিলাকা আউট হন। তিনি ৩৭ বল থেকে করেন ৪২ রান। এরপর থিসারা পেরেরাকে নিয়ে সামনে চলতে থাকেন কুশল মেন্ডিস। দলীয় ১৪৯ রানে ওয়ানডাউনে নামা থিসারা পেরেরার উইকেট পান এই ম্যাচে অভিষিক্ত হওয়া বোলার আবু জায়েদ চৌধুরী। আউট হওয়ার আগে তিনি ১৭ বল থেকে করেছেন ৩১ রান।