হাসতে হাসতে পেনাল্টি সেভ করে স্পেনকে বিদায়, গোলও করতে পারেন ইয়াসিন

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বকাপে মঙ্গলবার রাতে স্পেনের বিরুদ্ধে গোটা ম্যাচে অতন্দ্র প্রহরীর মতো মরক্কোর গোল আগলালেন। তবে তাকে মরক্কোর ফুটবলপ্রেমীরা মনে রাখবেন অসাধারণ দুটি সেভ-এর জন্য। ইয়াসিন বোনু মনে রাখার মতোই সেভ করলেন বটে।

গত মরশুমে তিনি লা লিগার সেরা গোলকিপার হয়েছিলেন। সেই ইয়াসিন বোনু একাই বিশ্বকাপ থেকে স্পেনের ছুটি করে দিলেন।

হাসতে হাসতে তিনি দুটি সেভ দিলেন। একটি শট লাগল বারে। সেটিও ঠিকঠাক দিকেই লাফিয়ে ছিলেন বোনু। শট তিন কাঠিতে থাকলে সেটাও সেভ করে দিতেন হয়তো! প্রতি শটের আগেই তার মুখে লেগে ছিল হাসি।

কার্লোস সোলার ও সার্জিও বুসকেটসের পেনাল্টি সেভ করে দিলেন বোনু। কানাডার হয়ে খেলার সুযোগ ছিল তার কাছে। কানাডাতেই জন্ম তার। তবে তিনি মরক্কোর হয়ে খেলবেন বলে ঠিক করেন।

লা লিগায় শেষ মিনিটে গোলও করেছেন এই গোলকিপার। অ্যাটলেটিকো মাদ্রিদ, জারাগোজার মতো ক্লাবের হয়েও খেলেছেন এই মরোক্কান গোলকিপার।
সূত্র : নিউজ ১৮

বিডিসংবাদ/এএইচএস