৪০তম-র ফলাফল পুনর্মূল্যায়ন ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লিখিত ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে রোববার বিক্ষোভ সমাবেশ করেছে ৪০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীদের একটি অংশ। একই সাথে তারা ফলাফল পুনর্মূল্যায়নে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

রাজধানীর আগারগাঁওয়ের সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সারাদেশ থেকে অংশ নেন প্রায় ২০০ জন চাকরি প্রার্থী।

বিক্ষোভে অংশ নেয়া সাইদুল খান নামে একজন চাকরি প্রত্যাশী জানান, তারা এই বিষয়ে পিএসসির কাছে লিখিত অভিযোগ করলেও, পিএসসির কর্মকর্তাদের তরফ থেকে এখনো কোনো সাড়া পাননি।

গত ২৭ জানুয়ারি বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর রাস্তায় এটি ছিল বিক্ষোভকারীদের তৃতীয় দিন।

পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে, যেখানে পিএসসিকে ৪০তম বিসিএস পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়।

এ দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি, যেখানে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৯৬৪ জন। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা। সূত্র : ইউএনবি