৪ ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট ফের রেল চলাচল শুরু

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের মিরসরাইয়ের দুটি স্থানে পাহাড়ী ঢলে রেল লাইন ডুবে সারাদেশের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ থাকার ৪ ঘন্টা পর ফের চালু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে জানিয়ে রেলের পূর্বাঞ্চরের ডিবিশন্যাল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন।

পাহাড়ি ঢলের পানিতে রেল লাইনের প্লাবিত হওয়ায় বিকাল সাড়ে ৪টার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে মেরামত শেষে রাত ৯টার দিকে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।