যারা ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করবে না তারা জাতীয় বেঈমান

যারা ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করবে না তারা জাতীয় বেঈমান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (১৩ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।

হাছান মাহমুদ বলেন, সরকার ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করার উদ্যোগ নিয়েছে। এখন থেকে প্রতিবছর আমরা গণহত্যা দিবস পালন করবো। যারা পালন করবে না, তারা জাতীয় বেঈমান, দুশমন।

তিনি আরো বলেন, আমি ভেবেছিলাম, গণহত্যা দিবস পালনের বিষয়টিকে বিএনপি স্বাগত জানাবে। কিন্তু তারা কিছুই বলেনি। জানাবে কি? স্বাধীনতার দুশমন ও বিরোধীদের সঙ্গে তাদের তো জোট।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হঠাৎ করে স্বাধীনতার ঘোষণা দেননি। পূর্ব প্রস্তুতি নিয়েই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি চাইলে আপোস করতে পারতেন। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এম এ করিম, সংসদ সদস্য এ্যাডভোকেট শামসুল হক টুকু, স্বাধীনতা পরিষদের সভাপতি জিনাত আলী জিন্নাহ প্রমুখ।