রোহিঙ্গা ইস্যুতে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে

বাংলাদেশ সরকার রোহিঙ্গা ইস্যুতে যে সিদ্ধান্ত এবং পদক্ষেপগুলো নিয়েছে আমরা তা সমর্থন করি। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। তাই আগামী বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আজ বিকালে জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ডা. দীপু মনি।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতির যতগুলো চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে অন্যতম রোহিঙ্গা ইস্যু। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ বৈঠকে আরো অংশ নেন কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য মো. ফারুক খান।