কাল পবিত্র ঈদ-উল-আযহা

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামিকাল ঈদ-উল-আযহা। মহান সৃষ্টিকর্তার প্রতি ত্যাগ-তিতিক্ষার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে ইসলামের অন্যতম এই ধর্মীয় উৎসবটি পালন করবে মুসলিম সম্প্রদায়। পশু কুরবানির মাধ্যমে নিজের ভিতরের রিপু-অহংকারকে ত্যাগ করে মহান আল্লাহর দরবারে স্থাপন করবে নিজেকে।

ঈদের দিন সকালে ঈদুল আযহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করা হবে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দেয়া হবে কোরবানির পশুর মাংস।

বিডিসংবাদ/এএইচএস