৩৯ পাকিস্তানি কয়েদিকে মুক্তি দিচ্ছে ভারত

ভারতের কারাগারে আটক ৩৯ পাকিস্তানিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সরকার। গত জানুয়ারিতে ভারতীয় সেনা বাবুলাল চাভানকে মুক্তি দেয়ার কৃতজ্ঞতা স্বরূপ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মুক্তি পাওয়া পাকিস্তানিদের মধ্যে ২১ জন পাকিস্তানির সাজার মেয়াদ শেষ হয়েছে, এছাড়া রয়েছে ১৮ জন জেলে। গত বছরের সেপ্টেম্বরে কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের একদিন পরে ‘অসাবধানতাবশত’ পাকিস্তান সীমান্তে চলে যান ভারতীয় সেনা বাবুলাল চাভান। তাকে মুক্তি দেয়ার পরেই ভারতে পাকিস্তানি হাইকমিশনার আবদুল বাসিত বলেন, চাভানের মুক্তির পরে পাকিস্তান আশা করে, ভারতে সাজার মেয়াদ শেষ করার পরেও কারাগারে আটক ৩৩ পাকিস্তানিকে মুক্তি দেয়া হবে।

এই আহ্বানের জবাবে টাইমস অব ইন্ডিয়া একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, আমরা ওই কয়েদিদের চিহ্নিত করেছি, এখন পাকিস্তান তাদের জাতীয়তা নিশ্চিত করলে ১ মার্চ তাদের মুক্তি দেয়া হবে। মুম্বাই হামলার পরিকল্পনাকারী লস্কর-ই তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সৈয়দকে গৃহবন্দী করার পাকিস্তানি পদক্ষেপ সতর্কতার সঙ্গে মূল্যায়ন করেছে ভারত। বার বার বলে এসেছে, ভারতকে লক্ষ্য করা জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হবে না।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপ পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।