৩ রানে ২ উইকেট হারানোর পর হাল ধরা সাকিবেরও বিদায়

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বৃষ্টিবিঘ্নিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে শুক্রবার মিরপুরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। পাঁচ ম্যাচ পর টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে আছে বাংলাদেশ। দলীয় স্কোরে ৩ রান যোগ হতেই পতন ঘটে দুই উইকেটের। বিদায় নেন দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম। পরে দলের হাল ধরেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু ২৬ রান তোলার পর বিদায় নিতে হলো সাকিবকেও।

ইনিংসের প্রথম ওভারেই দুই দফায় অল্পের জন্য রক্ষা পান সৌম্য সরকার। প্রথমটি ছিল স্টাম্পিং থেকে। পরের বলেই জীবন পান তিনি ক্যাচ হওয়া থেকে। মিডল স্টাম্পে পিচ করা লেংথ বলে সুইপ আর ফ্লিকের মাঝামাঝি ধরনের কোনো শট খেলেন সৌম্য, স্কয়ার লেগে বৃত্তের ভেতরই ফিল্ডার লাফিয়ে ওঠেন। বলে হাত ছোঁয়াতেও পারেন তিনি, তবে তালুবন্দি করতে পারেননি।

অস্ট্রেলিয়াকে প্রথম ব্রেক থ্রু এনে দেন জশ হেজলউড। ২ বলে ১ রান করেই আউট হন মোহাম্মদ নাঈম শেখ। মিডল স্টাম্পে বলটি পিচ করে সিমে, হালকা সুইং করে বেরিয়ে যায়। এমন এক ডেলিভারিতেই নাঈম চেষ্টা করেন ব্যাটের মুখ পেতে দিয়ে থার্ডম্যানে খেলতে। তার ব্যাটের কানায় লেগে বল যায় কিপার ম্যাথু ওয়েডের গ্লাভসে। আগের দুই ম্যাচে ৩০ ও ১ রানের পর এবার নাঈমের রান ২।

টানা তৃতীয় ম্যাচে ব্যর্থ সৌম্য সরকার। তৃতীয় ওভারে লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পাকে আক্রমণে আনেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। প্রথম বলটিই সুইপ করার চেষ্টা করেন সৌম্য। বল আঘাত করে তার প্যাডে। অস্ট্রেলিয়ানদের এলবিডব্লিউয়ের আবেদনে বেশ কিছুক্ষণ ভেবে আঙুল তুলে দেন আম্পায়ার।

সৌম্য রিভিউ নেন। তবে বাঁচতে পারেননি। আম্পায়ার্স কলে অটুট থাকে আউটের সিদ্ধান্ত। বাংলাদেশের রিভিউ টিকে গেলেও টিকতে পারেননি সৌম্য। শেষ পর্যন্ত আউট হন ১১ বলে ২ রান করে। সিরিজের আগের ২ ম্যাচে সৌম্যর রান ছিল ২ ও ০। প্রতিবারই আউট হন বাজে শটে।

এদিকে সাকিবের ২৬ রান এসেছে ১৭ বলে। আছে ৪টি চারের মার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১.৪ ওভারে ৭৫। ক্রিজে আছেন মাহমুদউল্লাহ (২৩) ও আফিফ হোসেন (১৯)।

টানা দুই জয়ে পাচ ম্যাচ সিরিজে ভালোমতোই এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলে সিরিজ নিজেদের হবে মাহমুদউল্লাহদের। সিরিজে ফিরতে মরিয়া অস্ট্রেলিয়া।

বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন না হলেও অস্ট্রেলিয়া দলে আনা হয়েছে তিন পরিবর্তন।

বিডিসংবাদ/এএইচএস