হাসিনা-আব্বাস বৈঠকে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশে সফররত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আজ বৃহস্পতিবার বিকাল ৩ টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে মাহমুদ আব্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

শুভেচ্ছা বিনিময়ের পর দুই নেতার একান্ত বৈঠক শুরু হয়। এরপর বিকাল ৪টায় শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক। দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের একটি যৌথ কমিটি গঠনে একটি সমঝোতা স্মারক সই হয়।

শেখ হাসিনা ও মাহমুদ আব্বাসের উপস্থিতিতে দুই পররাষ্ট্রমন্ত্রী এতে সই করেন। ফিলিস্তিনের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানানোর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।