তার কাছেও এসেছিল ‘অফার’!

আবারও কাস্টিং কাউচ। ফিল্মি দুনিয়ায় এই সমস্যার শিকার হতে হয়েছে বহু কলাকুশলীকেই। এবার ইন্ডাস্ট্রির রন্ধ্রে রন্ধ্রে থাকা এই সমস্যা নিয়ে মুখ খুললেন মালায়লম অভিনেত্রী পার্বতী মেনন।

সাম্প্রতিক একটি টক শোতে এই অভিনেত্রী বলেন, ‘অফ কোর্স, মালায়লম ইন্ডাস্ট্রিতেই কাস্টিং কাউচের সমস্যা রয়েছে।’

পার্বতী জানান, এই সমস্যা থেকে বাদ যাননি তিনিও। তার কাছেও এসেছিল ‘অফার’। তবে তার উত্তর যে নেতিবাচক ছিলো তাও জানিয়েছেন পার্বতী।

তিনি আরও জানান, অন্য অনেক ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন তিনি। কিন্তু হিন্দি, তামিল বা কন্নড় ইন্ডাস্ট্রিতে কখনও কাস্টিং কাউচের কবলে পড়েননি বলে দাবি ওই অভিনেত্রীর।

মালায়লম ছবিতে নিজের স্ট্রাগলের দিনের অভিজ্ঞতা শেয়ার করার সময় পার্বতী জানান, ‘সিনিয়র পরিচালক থেকে অভিনেতা সকলে প্রকাশ্যেই প্রস্তাব দিত। কিন্তু আমি সেই সমস্ত মানুষের সঙ্গে কখনই কাজ করিনি। আমার মনে হয়, কেরিয়ারের প্রথম দিকে দীর্ঘদিন কাজ না পাওয়ার পিছনে এটাই বড় কারণ।’

পার্বতী জানান, সেই সময় অনেকেই তাকে বোঝানোর চেষ্টা করেছিল এভাবেই ইন্ডাস্ট্রিতে কাজ পেতে হয়। ‘কিন্তু আমাদেরও বোঝা উচিত ‘না’ বলার শক্তি আছে আমাদের মধ্যে’- যোগ করেন এই অভিনেত্রী।