বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নুরুল হুদা আর নেই

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মো. নুরুল হুদা (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহ…রাজেউন)। বুধবার সকাল ৭টার দিকে তিনি আমেরিকার একটি হাসপাতালে মারা যান।

নুরুল হুদা চাঁদপুর-২ (মতলব উত্তর উপজেলা-মতলব দক্ষিণ উপজেলা) নির্বাচনী আসন থেকে চারবার সংসদ সদস্য এবং সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি ১৯৫৪ সালে স্কুলে পড়ার সময় রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৬৯সালে বৃহত্তর কুমিল্লায় সর্বদলীয় ছাত্র ঐক্যের আহবায়কের দায়িত্ব পালন করেন।কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৭৯সালের ১ ফেব্রুয়ারি মাত্র ২৮বছর বয়সে সরকারি চাকরি (সহকারী কমিশনার) ছেড়ে চাঁদপুর-২ নির্বাচনী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছরেরই ৪এপ্রিল তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে যোগদান করেন। বিএনপি’র মনোনয়ন নিয়ে এ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ইং সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের প্রথম ৬মাস তথ্য প্রতিমন্ত্রী এবং পরবর্তী দুই বছর সংস্থাপন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মো. নুরুল হুদা বিএনপি’র সাবেক কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। তার বাড়ি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের খন্দকারকান্দীতে। দুই সন্তানের এক সন্তান ডেফোডিল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন অপর সন্তান আমেরিকার একটি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন। তথ্যমতে, মো. নুরুল হুদা আমেরিকাতে তার সন্তানের সাথে দেখা করতে গিয়েছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে গেলে দ্রুত একটি হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে তিনি গত মঙ্গলবার রাত থেকে তাকে আইসিওতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।