আফগান সুপ্রিম কোর্টে হামলায় নিহত ২০

আফগানিস্তানের রাজধানী কাবুলে সুপ্রিম কোর্টে চালানো এক আত্মঘাতী হামলায় কমপক্ষে ২০ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪১ জন।

মঙ্গলবার অফিস শেষে সুপ্রিম কোর্ট থেকে বের হওয়ার সময় কর্মকর্তা-কর্মচারীদের ওপর এ হামলা চালানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণলায়ের মুখপাত্র ইসমাইল কাবাশি বলেন, সুপ্রিম কোর্ট ভবন থেকে বের হতে কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহৃত একটি ফটকের কাছে এ হামলার ঘটনা ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র নাজিব দানিশ বলেন, কর্মকর্তা-কর্মচারীরা যখন মূল ভবন থেকে বের হচ্ছিলেন, তখন আত্মঘাতী হামলাকারী হেঁটে তাদের কাছে গিয়ে সঙ্গে থাকা বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়।

তাৎক্ষণিক কেউ এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। তবে এর আগেও সুপ্রিম কোর্ট এবং প্রাদেশিক কোর্ট ভবনগুলোতে হামলা চালিয়েছিল তালেবান যোদ্ধারা।

এদিকে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশে বোমা হামলায় এক জেলা গভর্নর নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নাইটক্লাবে হামলার আগে মসজিদটির পাশের অ্যাপার্টমেন্টেই স্ত্রীর সঙ্গে বসবাস করতেন মাতিন।

তবে সোমবার অ্যাটর্নি স্টিভ বলেছেন, গত সেপ্টেম্বরে আটকের পরপরই শ্রেইবার পুলিশকে জানিয়েছিল মাতিনের হামলার প্রতিক্রিয়ায় মসজিদে হামলা চালানো হয়নি।

তিনি জানান, শ্রেইবার তদন্তকারীদের জানিয়েছেন ইসলামকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি মনে করেন তিনি। এর আগে অবশ্য পুলিশ বলেছিল, শ্রেইবারের ফেসবুকে পেইজে মুসলিম বিরোধী বক্তব্য প্রচার করা হতো।

তবে শ্রেইবার ঘৃণার কারণে মসজিদের হামলা চালাননি বলে দাবি করেছেন। অ্যাটর্নি বলেন, শ্রেইবার জানিয়েছেন হামলা চালানোর সময় তিনি ক্ষুব্ধ ছিলেন না। তিনি ঘৃণাবশতও এ কাজ করেননি।

শ্রেইবারের বিরুদ্ধে আগে থেকেই অপরাধের জড়িত থাকার অভিযোগ ছিল। এছাড়া ফ্লোরিডায় বিদ্বেষমূলক অপরাধের দায়ে একটি মামলা ছিল বলেও জানান অ্যাটর্নি গসনেল।