ঢাবি’র ডেপুটি রেজিস্টার আফজাল হোসেনের ইন্তেকাল

বিডিসংবাদ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার জনাব আফজাল হোসেন(৬৫) ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

গত ১৩ জুন ২০১৭ মঙ্গলবার সন্ধ্যা ৭ঃ৫০ মিনিটে তিনি রাজধানীর মিরপুর কাজিপাড়ার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তাঁর স্ত্রী, এক কন্যা ও নাতনীসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  মৃত্যুর পূর্বে তাঁর একমাত্র পুত্র আওলাদ হোসেন পাভেল ২০১০ সালে এক অসুস্থতায় মারা যায়।

জনাব আফজাল হোসেন ১৯৫৬ সালের ৩০শে জুন পাবনার ব্রিলাহিড়ীবাড়িতে জন্মগ্রহন করেন। তিনি  প্রায় অনেক বছর যাবৎ ঢাবি’র ডেপুটি রেজিস্টার হিসেবে নিযুক্ত ছিলেন। তাঁর একমাত্র কন্যা তাহমিনা হোসেন আন্নি বর্তমানে তেঁজগাও কলেজ এর রাজনীতি বিজ্ঞান বিভাগ অনার্স দ্বিতীয়বর্ষে অধ্যয়নরত।

গত বুধবার বাদ যোহর মরহুমের নামাজে জানাজা শেষে মিরপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এছাড়া তাঁর এই অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও আত্নীয়-স্বজন গভীর শোক প্রকাশ করেছে এবং দেশবাসীর কাছে তাঁর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।

বিডিসংবাদ/এএইচএস