অগ্রণী ব্যাংকের দশ দিন ব্যাপী “ফরেন ট্রেড এন্ড ফরেন এক্সচেঞ্জ” ট্রেনিং কোর্স উদ্বোধন

অর্থ ও বাণিজ্য ডেস্কঃ  অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ১০(দশ) কর্ম দিবস ব্যাপী (২৩-০৭-২০১৭ হতে ০৩-০৮-২০১৭) “ফরেন ট্রেড এন্ড ফরেন এক্সচেঞ্জ”শীর্ষক ট্রেনিং কোর্সটি ২৩/০৭/১৭ তারিখে উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্যদের মাননীয় চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আলী হোসেন প্রধানিয়া। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক ও উপ-মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ উল্লাহ।

উদ্বোধনী ভাষনে প্রধান অতিথি হিসাবেমাননীয় চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত ব্যাংকের সার্বিক কর্মকান্ডের প্রশংসা করেন। বিশেষ করে তিনি অগ্রণী ব্যাংকের বৈদেশিক রেমিট্যান্স এবং এজেন্ট ব্যাংকিং খাতে সাফল্যের প্রশংসা করেন। তিনি আরও উল্লেখ করেন ব্যাসেল এ্যাকর্ড (ইঅঝঊখ অপপড়ৎফ)অনুযায়ী বর্তমানে অগ্রণী ব্যাংকের কোন মুলধন ঘাটতি নেই।

বিশেষ অতিথির ভাষনে জনাব আলী হোসেন প্রধানিয়া বলেন বর্তমান যুগে ব্যাংকিং একটি খুবই চ্যালেঞ্জিং পেশা এবং সম্মিলিত প্রয়া সের মাধ্যমে এ চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমাদের ব্যাংককে উন্নতির স্বর্ন শিখরে নিয়ে যেতে হবে।

বিডিসংবাদ/এএইচএস