‘বিদায়’ তুমি আর এসো না

জিয়া হক

‘বিদায়’ আমার বুকের জমিন এফোঁড়-ওফোঁড় করে
মা-হারা এক ছেলের যেমন বিষ জমে অন্তরে
আকাশ বাতাস অন্তরীক্ষে শূন্যতা কী খাঁ খাঁ
শোকের মিছিল বাড়তে থাকে কষ্টে পরান রাখা।

লাল গোলাপে ভাব জমে না, পূর্ণিমাতে খাদ
ভরফাগুনে বউ কথা কও দেয় না সুসংবাদ
জিরা ফুলের পাগল ছিলাম, বিদায়বেলায় ধুর
ঈগল পাখি ছোঁ মেরে নেয় কোকিল-মেয়ের সুর!

মজার মজার পাটিগণিত রেজাল্টে গড়মিল
‘বিদায়’ আমার সব কেড়ে নেয়, হারাই আবাবিল
‘খোঁপায় তারার ফুল’ দেব না বিদায়কালে জল—
ভালোবাসার হিসাবখাতায় জমে না সম্বল!

‘বিদায়’ আমার বুকের জমিন এফোঁড়-ওফোঁড় করে
‘বিদায়’ তুমি আর এসো না এই অবুঝের ঘরে।

(বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১১ ফাল্গুন ১৪২৩, ২৫ জমাদিউল আউয়াল ১৪৩৮)