জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের হঠাৎ মৃত্যু

৬৫ তম জন্ম বার্ষিকীর একদিন আগেই পরপারে পাড়ি জমালেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন।

সোমবার কর্মস্থলে (নিউ ইয়র্ক) অসুস্থ হয়ে তিনি মারা যান বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার মৃত্যুতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে রাষ্ট্রদূতের মৃত্যুর ক্ষেত্রে অস্বাভাবিক কোনো ঘটনা ছিল না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা। তিনি অবশ্য তার নাম প্রকাশ করতে রাজি হননি।

তিনি জানান, মৃত্যুর আগে তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে হৃদরোগে চুরকিনের মৃত্যু হয়েছে।

এদিকে চুরকিনের মৃত্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গভীর শোক প্রকাশ করেছেন। প্রয়াত এ কূটনৈতিকের পেশাদারিত্ব ও প্রজ্ঞার উচ্চ প্রশংসা করেছেন তিনি।

তার মৃত্যুর খবর আসার পর তাৎক্ষণিকভাবে জাতিসংঘ সাধারণ পরিষদের অনানুষ্ঠানিক অধিবেশনে এক মিনিট নিরবতা পালন ও গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া তাৎক্ষণিকভাবে শোক জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ মহাসচিবের দপ্তর, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি, জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার, জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাথিউ রাইক্রফট।

২০০৬ সাল থেকে তিনি রাশিয়ার প্রতিনিধি হিসেবে জাতিসংঘে দায়িত্ব পালন করছিলেন।