অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে ক্ষেপে গেলেন ট্রাম্প

অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে সাম্প্রতিক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিরক্তি আর ক্ষোভ প্রকাশ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

সূত্রের বরাত দিয়ে সিএনএন এর খবরে বলা হয়, অস্ট্রেলিয়া থেকে শরণার্থী গ্রহণে যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। গেল শনিবার ফোনে আলাপ হয় এ দুই নেতার। একইদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ৪জন বিশ্বনেতার সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প।

এক সূত্র সিএনএনকে জানিয়েছে, টার্নবুলের সঙ্গে ফোন কলটির ইতি হয় হঠাৎ করে। মুখের ওপর ট্রাম্প ফোন রেখে দেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর আসে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শন স্পাইসার ওই ফোন কল নিয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেন নি।

ওদিকে, অস্টেলিয়ার নিউজ ডট কমের খবরে প্রধানমন্ত্রী টার্নবুলকে উদ্বৃত করে বলা হয়, ‘প্রেসিডেন্ট ফোন রেখে দিয়েছিলেন বলে যে খবর আসছে তা সঠিক নয়, আন্তরিকভাবেই ফোনালাপ শেষ হয়।’ তবে ফোনালাপের সময় ওই কল ‘সবথেকে বাজে ছিল’ মি. ট্রাম্প এমন কথা আসলেই বলেছিলেন কি না- এ প্রশ্নের জবাবে টার্নবুল বলেন, তিনি এ নিয়ে আর বিস্তারিত কথা বলতে চান না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ নিয়ে প্রথম খবর প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট।