লাইভ গিটার শো নিয়ে আসছেন আইয়ুব বাচ্চু

পরপর ৬টি লাইভ গিটার শো করার প্ল্যান করছেন দেশের লিজেন্ডারি গিটারিস্ট আইয়ুব বাচ্চু। শীতের শুরুতেই তাঁর ব্যান্ড এলআরবি একের পর এক কনসার্ট করে বেড়াচ্ছে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। গতকালই কুয়াকাটা থেকে কনসার্ট করে এসে আবার আজ সকালেই ব্যান্ডটি গেল মাগুরায় কনসার্ট করতে। কাল তারা পারফর্ম করবে ঢাকার ফ্যান্টাসি কিংডমে। পরশু চ্যানেল আই তে শো। ২৭ জানুয়ারি এলআরবি কনসার্ট করবে জাহাঙ্গিরনগর ইউনিভার্সিটির মুক্তমঞ্চে ২৭ তম ব্যাচের রিইউনিয়নে। এরপর ফেব্রুয়ারীর ৫ তারিখ এলআরবি যাচ্ছে কোলকাতা থেকে দূরে হলদিয়ায় শো করতে।

এরই মাঝে কাল দেখা গেল আইয়ুব বাচ্চু গিটার প্রাকটিস করছেন তাঁর স্টুডিও এবি কিচেনে। সেখানেই জানা গেল তিনি শুধু গিটার নিয়ে ৬টি লাইভ শো করছেন। ‘গান গেয়ে তো কনসার্ট করিই সবসময়। আমার অনেকদিনের প্ল্যান ছিল শুধু গিটার প্লে করেই একটা লাইভ শো করবো। এবার সেটাই হতে যাচ্ছে। আগামী মার্চে ৬টি লাইভ গিটার শো করবো ঢাকাসহ ৬টি বিভাগে’– গিটার বাজাতে বাজাতেই বললেন আইয়ুব বাচ্চু।

সেই মাসেই চট্টগ্রামে এলআরবি’র ২৫ বছর সেলিব্রেশন কনসার্ট করবে বলেও জানালেন তিনি। ঢাকায় গত ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল ২৫ বছর পূর্তি কনসার্ট। আইয়ুব বাচ্চু বললেন, ‘চট্টগ্রামের দর্শকদের অনুরোধে আমরা সেখানেও আমাদের সেলিব্রেশন কনসার্টটা করবো’।