আবিষ্ট প্রাণ

ঘাম আর রক্ত শেখায় তৈজসপত্রের দাম । আমি মনে মনে বলি এভাবে চলুক না ! সংসারে মোটে চারজন এভাবেই কেটে যাবে নুনে আর তেলে ।

কবি বাহারোজ দীপা

বাহারোজ দীপা
জীবন আর দ্রবণ আমায় ডেকে রাঁধাচূড়া দেখায়
ঘাম আর রক্ত শেখায় তৈজসপত্রের দাম ।
আমি মনে মনে বলি এভাবে চলুক না !
সংসারে মোটে চারজন
এভাবেই কেটে যাবে নুনে আর তেলে ।
একদিন বাসন পত্র গুলো জল তরঙ্গের মত নেচে উঠবে ।
তখন ওদের সাজাবো মনের মাধুরী মিশিয়ে ।
নীল আকাশ স্বপ্ন নিয়ে ভোর খুঁজে
সৃষ্টিকর্তা, তুমি সুপ্রসন্ন হও ।
এ সংসার জুঁই-চামেলীর মিলনমেলা
ব্যাঞ্জনবর্ণ দিয়ে নাম রেখেছি “ধূপছায়া” ।