কর্ণাটকে বিক্ষোভের মুখে ‘বাহুবলী টু’

বলিউডের এ বছরের অন্যতম প্রতিক্ষীত সিনেমা ‘বাহুবলী টু’ মুক্তির বিরুদ্ধে বিক্ষোভ করেছে কর্ণাটক ভিত্তিক একটি সংগঠন।

সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র কাটাপ্পার অভিনেতা সত্যরাজকে ঘিরে এই বিক্ষোভ দানা বেঁধেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তামিলনাডু এবং কর্নাটকে কাবেরী নদীর জল বন্টন নিয়ে বছর খানেক আগে এক বেফাঁস মন্তব্য করেছিলেন তামিল অভিনেতা সত্যরাজ। তার ওই মন্তব্য ছিল কর্ণাটকের বিরুদ্ধেই। আর তাতেই চটেছে কর্ণাটক ভিত্তিক কিছু দল।

কর্ণাটক-রক্ষণা-বৈদিক নামের একটি দল সত্যরাজ-এর কাছ থেকে ওই মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা দাবি করেছে।দলটি বেরিলিতে সম্প্রতি এক সিনেমা হলে ‘বাহুবলী’র ট্রেইলার প্রদর্শনীতে বাধা দেয়।

দলটির বিশালসংখ্যক কর্মী সমর্থক সিনেমা হলের সামনে বিক্ষোভ করতে শুরু করলে পুলিশও তাদের নিয়ন্ত্রনে আনতে পারেনি। ওইসময় সত্যরাজ-এর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে তারা। কর্ণাটকে যাতে সিনেমাটি নিষিদ্ধ ঘোষণা করা হয, সে দাবিও জানান তারা।

পরে দুই পক্ষের মধ্যস্থতায় ‘বাহুবলী’র ট্রেইলার প্রদর্শন স্থগিত করে দেয় হল কর্তৃপক্ষ।

তবে সত্যরাজ-এর এই মন্তব্যের পরও ‘বাহুবলী’র প্রথম পর্ব নিয়ে কোনো আওয়াজ ওঠেনি কর্ণাটকে। কিন্তু দ্বিতীয় পর্বটিতে সত্যরাজ-এর চরিত্র নিয়ে অনেক আলোচনা হওয়ায় এই সিনেমা নিয়ে যত আপত্তি কর্ণাটকপন্থীদের।

এস এস রাজামৌলি নির্মিত ‘বাহবলী টু : দ্য বিগিনিং’-এ এবার জানা যাবে কেন কাটাপ্পা খুন করেছিলেন রাজা মহেন্দ্র প্রতাপকে। এই সিনেমায় অভিনয় করেছেন প্রভাস, আনুশকা শেঠি, রানা দগ্গুবতি এবং তামান্না।