টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের আশা টিকিয়ে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশ নারী দলের। আর এমন সমীকরণকে সামনে রেখে সুপার সিক্সে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে বোলিং করছে রুমানা বাহিনী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিক শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৯২ রান।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে ২০১৭ সালের জুনে ইংল্যান্ড নারী বিশ্বকাপে টাইগ্রেসদের সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাই আজকের ম্যাচে শুধু বড় ব্যবধানে জয় পেলেই হবে না, সঙ্গে পাকিস্তানকে ভারতের কাছে বড় ব্যবধানে হারতেও হবে।

এদিকে ভারত ও দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে ইংল্যান্ড বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। আর পয়েন্ট টেবিলের শীর্ষে চারে থাকায় আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের।