৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৯৯০

৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৫ হাজার ৯৯০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় ১২ হাজার ৪৬৮ জন অংশ নিয়েছিলেন।

মঙ্গলবার বিকালে ফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আগামী ১২ মার্চ থেকে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়ার চিন্তাভাবনা আছে।

ফলাফল কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাচ্ছে। এছাড়া টেলিটকের মাধ্যমেও এসএমএসে ফল জানা যাচ্ছে।

পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিটক মোবাইল থেকে PSC<Space>36<Space>Regestration Number লিখে ১৬২২২ তে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে Registration Number সহ qualified অথবা non qualified হিসেবে ফলাফল পাওয়া যাবে।

ক্যাডার সার্ভিসের ২১৮০টি পদে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা নিয়োগের লক্ষে ২০১৫ সালের ৩১ মে এই বিসিএসের সার্কুলার দেয়া হয়েছিল।

গত বছরের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হয়। এতে ২ লাখ ১১ হাজার ৩২৬জন অংশ নিয়ে উত্তীর্ণ হন ১৩ হাজার ৬৭৯ জন। গত ১ সেপ্টেম্বর থেকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।