গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিএনপির লিফলেট বিতরণ

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার বেলা ১১টায় দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের স্টেশন রোডস্থ বগুড়া প্রেসক্লাবের সামনে কর্মসূচি উদ্বোধন করেন জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম। এরপর স্টেশন রোড, বিআরটিসি শপিং কমপ্লেক্স হয়ে সাতমাথা এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে ভিপি সাইফুল বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে জনগণের নাভিশ্বাস উঠেছে। সাধারণ মানুষ দিন দিন ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলছে। এমন সময় সরকার গ্যাসের দাম বাড়িয়ে জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছেন। বিএনপি সরকারের আমলের ৮ টাকার গ্যাস এখন ৩৮ টাকায় কিনতে হচ্ছে। এ কারণে পরিবহন ভাড়া বাড়বে এবং প্রতিটি পণ্যের উৎপাদন খরচ বাড়ার ফলে জনগনকে তা বেশি দামে কিনতে হবে। তাই সরকারের জনবিরোধী এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, আব্দুর রহমান, শাহ মেহেদী হাসান হিমু, যুবদলের মাসুদ রানা, মহিলা দলের নাজমা আক্তার, স্বেচ্ছাসেবকদলের মাহবুব হাসান লেমন প্রমুখ।