লুটপাট করতেই গ্যাসের মূল্য বৃদ্ধি: বিএনপি

সীমাহীন লুটপাটের কারণে সরকার গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। এর ফলে জনজীবনের সবক্ষেত্রে প্রভাব পড়বে উল্লেখ করে দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে সরকারের কাছে আহ্বান জানিয়ে দলটি।

সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়ে আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সব কটি বিতরণ কোম্পানিগুলো লাভজনক অবস্থায় থাকলেও সীমাহীন লুটপাটের জন্যই গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। আওয়ামী লীগ সরকার তিন বারে গ্যাসের মূল্য পাঁচ গুণ বাড়িয়েছে।’

রিজভী বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির খড়্গ পড়বে সাধারণ মানুষের ঘাড়ে। এর প্রভাব পড়বে সব সেক্টরে। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, শীতের মৌসুমেও এমন কোনো সবজি নেই যেটি ৫০ টাকার নিচে পাওয়া যায়। চালের দাম বেড়েছে কয়েক গুণ, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যও আকাশছোঁয়া। বাড়ি ভাড়া বেড়েছে। এই অবস্থায় গ্যাসের মূল্যবৃদ্ধি মরার ওপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে।

রিজভী বলেন, যেহেতু বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই তাদের মানুষের ওপর দরদ নেই। তারা মনে করে বাংলাদেশের সবকিছুই আওয়ামী লীগের মালিকানায়। সত্যিকার অর্থে গণতন্ত্রহীন দেশে বন্দুকের জোড়ে যেন ‍জুলুমের শাসন চলছে। এত জুলুম নির্যাতন, গুম, খুনে মানুষ প্রতিবাদের ভাষাও আজ হারিয়ে ফেলেছে।

গ্যাসের মূল্য বৃদ্ধি গণবিরোধী এবং অনৈতিক বললেও এ বিষয়ে আগামীতে কোনো কর্মসূচী আসছে কি এমন প্রশ্ন এড়িয়ে যান রিজভী।