সন্দ্বীপে নৌকাডুবিতে আরও ৯ লাশ উদ্ধার

সন্দ্বীপে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও নয়জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত সন্দ্বীপের বাঁশবাড়িয়া, কুমিরা ও মাইটভাঙ্গা ঘাট ও উপকূলীয় এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ আরও সাতজন নিখোঁজ রয়েছে।

প্রশাসনের কর্মকর্তাদের ধারণা, নিখোঁজদের মরদেহ নোয়াখালী উপকূল ও ঠেঙারচর এলাকায় ভেসে যেতে পারে। প্রশাসনের কর্মকর্তারা নিখোঁজদের বেঁচে থাকার আশা নেই বলেই ধারণা করছেন।

যাদের উদ্ধার করা হয়েছে তারা হলেন- স্কুল শিক্ষক মো. ওসমান গণি, মোহাম্মদ ইউসুফ, ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধি মো. কামরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি পরিচালক জানজীম মো. জুবায়ের, টেকনাফের শামসুল আলম, সন্দ্বীপের মুসাপুরের হাফিজ উল্লাহ, হারামিয়ার মাইন উদ্দিন, মুসাপুরের মাকসুদুর রহমান ও বাউরিয়ার নিজাম উদ্দিন।

আজ পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়। গত রোববার রাতে সন্দ্বীপ উপকুলে যাত্রীবাহি একটি সী ট্রাক থেকে অপেক্ষাকৃত ছোট নৌকায় ওঠে কুলে ভেড়ার সময় নৌকাটি ডুবে যায়। ওই নৌকায় প্রায় ৬০ জন যাত্রী ছিল।

জানা যায়, টেকনাফের শামসুল আলম প্রথম বারের মতো সন্দ্বীপ এসেছিলেন অপর দুই বন্ধুর সঙ্গে। নৌকাডুবির পর দুই বন্ধু কুলে ওঠতে পারলেও ভেসে যান শামসুল আলম। তারা একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন।

সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া বলেন, লাশ উদ্ধারের ক্ষেত্রে সাধারণ মানুষ ও ঘাটের ইজারাদাররা সহযোগিতা করছে। নৌবাহিনীর সদস্যরাও কাজ করছেন। উদ্ধার অভিযানা অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযানে সহযোগিতা করার জন্য নৌবাহিনীর দুইটি জাহাজ সন্দ্বীপের আশেপাশে টহল দিচ্ছে। নৌবাহিনীর লে. সালমান আমাদের সময়কে বলেন, অবশিষ্ট নিখোঁজদের উদ্ধারের লক্ষ্যে শাহজালাল ও অপরাজেয় নামের দুইটি জাহাজ সাগর ও সন্দ্বীপ উপকূলে টহল দিচ্ছে। সাগরের বৈরি আবহাওয়ার মধ্যেও এ অভিযান চলছে। নিখোঁজ অবশিষ্টদের খোঁজ না পাওয়া পর্যন্ত এই অভিযান চলবে। তবে বেশি দেরি হলে অভিযান বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানান তিনি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হলেও কমিটির সদস্যরা কাজ শুরু করতে পারেননি। এ প্রসঙ্গে উপজেলা নির্বহী কর্মকর্তা গোলাম জাকারিয়া বলেন, দুর্ঘটনার ব্যাপারে মোটামুটি একটি ধারণা পাওয়া গেছে। শহর থেকে বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা আসার পর আমরা শিগগির কাজ শুরু করব।