ব্রাজিলে পালিত হল ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

সাইফুল্লাহ আল মামুন,ব্রাজিল স্টাফ রিপোর্টারঃ  গত ২১ তারিখ ব্রাজিলে পালিত হল অমর ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

৫২’র ভাষা আন্দোলনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবীতে যারা শহীদ হয়েছেন তাদের অবদানে রাষ্ট্রভাষা বাংলা করার পাশাপাশি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয়।

ব্রাজিলে পালিত হল ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসেই পরিপ্রেক্ষিতে ব্রাজিলে প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পালিত হয় ২১শে ফেব্রুয়ারী।  বাংলাদেশ এম্বাসি কর্তৃক  আয়োজিত ভাষা শহীদের স্বরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্রাজিলে পালিত হল ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসপ্রথমে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলার ব্রাজিল প্রবাসী কমিটির উদ্যগ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এর মধ্যে ছিল বৃহত্তর নোয়াখালী কমিটি, বৃহত্তর কুমিল্লা,সিলেটের জালালাবাদ এসোসিয়েশন এবং রাজনৈতিক দলের কমিটি ইত্যাদি।

ব্রাজিলে পালিত হল ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সকলের উপস্থিতিতে ব্রাজিল বাংলাদেশ এম্বাসিতে প্রবাসীরা একইসাথে ‘আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।

ব্রাজিলে পালিত হল ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

ভাষা শহীদের স্বরণে এবং বাংলাদেশ এম্বাসির এম্বাসিডর জুলফিকার রহমান ও উপদেষ্টা কৃতি চাকমার উপস্থিতিতে বাংলাদেশি প্রবাসীদের হয়ে বিশেষ বক্তব্য রাখেন বিএনপি আহবায়ক কমিটির উপদেষ্টা হারুন ভূঁইয়া স্বপন

ব্রাজিলে পালিত হল ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসকলের উদ্দেশ্যে হারুন ভূঁইয়া স্বপন বলেন-“বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতির জন্য ভাষা শহীদের প্রতি ও  বাংলার অবিসংবাদিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান দেশের গুরুত্বপূর্ণ অবদানে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি।”

মাতৃভাষা দিবস উপলক্ষে  তিনি বলেন-“বাংলা আমাদের মাতৃভাষা, এটিকে বিকৃত না করার জন্য সকলকে সংকল্পবদ্ধ হতে আহবান জানাই এবং তিনি আরো ব্রাজিল এম্বাসিডরের নিকট প্রবাসীদের নিত্য সমস্যা এবং দুর্ভোগ মোকাবেলা উপযুক্ত পদক্ষেপ নিবে বলে আশা ব্যক্ত করেন।

দেখুন ভিডিওঃ

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাজিল বিএনপি আহবায়ক কমিটির নেতা শরিফুল ইসলাম মুন্না,পেয়ার আহমদ কমল,জনাব হারুন ভূঁইয়া স্বপন,নাছির উদ্দিন ডন,আব্দুল আলিম,ফারদিন রনি,সাদিক মুহাম্মদ মামুন,শেখ সালেহ, মাহবুব মিশু,শাহনূর রুমেন,আব্দুর রহিম,শাকিল আহমেদ,ডালিম আহমেদ এবং আশফাক আহমদ।

আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি ব্রাজিল শাখার সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রওশন আলী, যুবলীগ সভাপতি র‍য়েল আহম্মেদ ও সম্পাদক জনি এবং নেতা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ব্রাজিল প্রবাসী ব্যবসায়ী ও অনান্যরা উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/সামি