ব্রাজিলে ভেকেশনে বেচাকেনা জমজমাট

সাইফুল ইসলাম বিডিসংবাদ প্রতিনিধি, সাওপাওলো, ব্রাজিল

ব্রাজিলে চলছে দুই মাসের ভেকেশন। ভেকেশেনকে কেন্দ্র করে জমে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো। বিশেষ করে সাগর সৈকতে ভীড় জমাচ্ছে বয়সভেদে সবাই। এ সময় ত্বক ঠিক রাখতে অনেককে দেখা যায় সানবাথ (সুর্যস্নান) করতে।

ব্রাজিলে ভেকেশনে বেচাকেনা জমজমাটঅনেকটা পিকনিক মুডে পরিবারসহ স্থানীয়রা যাচ্ছেন সৈকতে। এদিকে দুই মাসের ভেকেশনকে কেন্দ্র করে নানারকম খাদ্য প্রণালী যোগ হয়েছে নৈমিত্তিক চাহিদায়।

ব্রাজিলে ভেকেশনে বেচাকেনা জমজমাটজানা গেছে, স্থানীয় পর্যটকদের এসব নৈমিত্তিক নানারকম খাবার চাহিদা মেটাতে প্রবাসী বাঙালিরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকেন। বড় দিনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় এই দীর্ঘ ভেকেশন।

সাও পাওলোতে অবস্থান করা প্রবাসী আলাউদ্দিন জানান, ব্রাজিলিয়ানরা আমুদে জাতি। বছরের এ সময়টা ওরা বিভিন্নস্থানে ঘোরাফেরা খেয়েদেয়ে কাটায়। এ সময়টাতে যারা প্রবাসী রয়েছেন তারাও হরেকরকম ব্যবসায় করে বেশ আয় করতে পারেন।