করোনায় মৃত্যুবরণ করলেন ব্রাজিল প্রবাসী এবাদুর রহমান শামীম

মীর আহম্মদ মীরু, ল্যাটিন আমেরিকা

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন এবাদুর রহমান শামীম (৪২) নামের একজন ব্রাজিল প্রবাসী বাংলাদেশি (ইন্নালিল্লাহি…)।

তাঁর বাড়ি সিলেট জেলায় এবং তিনি ব্রাজিলের অন্যতম প্রবাসী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ব্রাজিলের সহ: কোষাধ্যক্ষ ছিলেন।

দীর্ঘ ২৫ দিন ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গতকাল ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার ব্রাজিল সময় সন্ধ্যা ৬টায় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী দুই ছেলেমেয়ের জনক এবাদুর রহমান শামীম পরিবার নিয়ে প্রায় ৭ বছর ব্রাজিল সাও পাওলোতে বসবাস করতেন এবং প্রবাসীদের মধ্যে খুব সুপরিচিত একজন ব্যক্তি ছিলেন।

তাঁর মৃত্যুতে ব্রাজিলের সর্বস্তরের প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

ব্রাজিল সাও পাওলো মসজিদ কমিটির সভাপতি প্রবাসী আবদুস সাত্তার তাঁর লাশ দাফনের বিষয়ে তদারকি করছেন এবং সকলের সম্মিলিতভাবে তাঁর লাশ যথসময়ে হাসপাতাল থেকে হস্তান্তর ও দাফন সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।

বিডিসংবাদ/এএইচএস