রাসায়নিক হামলার জন্য সিরিয়ার বিদ্রোহীরা দায়ী

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের খান শেখুন শহরে রাসায়নিক হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে রাশিয়া। যদিও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলি এই হামলার জন্য দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীকেই দায়ী করছে।

বুধবার রুশ কর্তৃপক্ষ জানায়, বিদ্রোহীরাই বিষাক্ত গ্যাস ভর্তি ওই অস্ত্র তৈরি করেছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনোশেনকভ জানান, রাসায়নিক অস্ত্র তৈরির একটি ডিপোতে সিরিয়ার যুদ্ধবিমান হামলা চালালে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে।

তিনি উল্লেখ করেন, গত মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১ টা ৩০ মিনিট থেকে ১২ টা ৩০ মিনিটের মধ্যে খান শেখুনের শহরতলীর বিদ্রোহীদের একটি রাসায়নিক অস্ত্রের ডিপোতে সিরিয়ার বিমান হামলা চালানো হয়।

বিদ্রোহীরা আলেপ্পোতে গত বছর একই ধরনের রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল বলে জানান তিনি।

কিন্তু যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন, বিদ্রোহীদের একজন কমান্ডার এবং একজন অস্ত্র বিশেষজ্ঞ প্রত্যেকেই জানান, এই হামলার যেসব প্রমাণ পাওয়া যাচ্ছে তা ইঙ্গিত দিচ্ছে সিরিয়ার সরকারী বাহিনীই এজন্য দায়ী।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মঙ্গলবারের হামলায় ২০ শিশু, ১৭ জন নারীসহ মোট ৭২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান।

এদিকে সিরিয়ার রাসায়নিক হামলার ঘটনায় ফ্রান্সের ডাকে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরী বৈঠক হচ্ছে। জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস এই ঘটনাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছেন। সূত্র: বিবিসি