সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন আর নেই

বাংলাদেশের ১৬তম প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন আজ সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম বাসসকে জানান, সাবেক প্রধান বিচারপতি আজ সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

বিচারপতি এম এম রুহুল আমিন ২০০৮ সালের ১ জুন থেকে ২০০৯ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৩ সালের ১৩ জুলাই অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হন। এরআগে তিনি ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং ১৯৯৬ সালের ৮ ফেব্রুয়ারি তা স্থায়ী হয়। তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিচারপতি এম এম রুহুল আমিন ১৯৪২ সালের ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে ইতিহাসে মাস্টার্স এবং ১৯৬৬ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৭ সালে বিচার বিভাগে যোগদান করেন এবং ১৯৮৪ সালে জেলা জজ হন।

হাইকোর্টে বিচারপতি হিসেবে পদোন্নতির আগে তিনি জেলা ও দায়রা জজ হিসেবে চার জেলায় দায়িত্ব পালন করেন।