কুমিল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

এবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ‍কোটবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তল্লাশি চালাতে গেলে সেখানে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ।

বুধবার বিকেল ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার লোকজনও সেখানে যাচ্ছে।

একই দিন সকালে মৌলভীবাজার পৌরসভার বড়হাট ও নাসিরপুর গ্রামে দুটি বাড়িতেও জঙ্গি আস্তানার সন্ধান পায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) সদস্যরা জানান, দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক রয়েছে। সেখান থেকে জঙ্গিরা গ্রেনেড ছুড়ে মারে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ঢাকাসহ সিলেটে জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর মধ্যে সিলেটের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামের বাড়িতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলাবাহিনীর চারদিনের অভিযানে চার জঙ্গি নিহত হয়।