ভারতীয় সাংবাদিককে মাশরাফির কড়া জবাব

সংবাদ সম্মেলন প্রায় শেষ, শ্রীলঙ্কান মিডিয়া ম্যানেজার দিনেশ জানিয়ে দিলেন এটাই শেষ প্রশ্ন। প্রশ্ন হলো। এরপর হঠাৎ এক ভারতীয় সাংবাদিক মাশরাফিকে প্রশ্ন করে উঠলেন ‘মোস্তাফিজকে কি আরেকটু বিশ্রাম দেওয়া যায় না? সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএল।’

মাশরাফি তার প্রশ্নটা বুঝতে পারলেন। মোস্তাফিজ যাতে সুস্থ শরীরে আইপিএল খেলতে পারেন সে কারণেই এ প্রশ্ন তাও বুঝলেন। আর বুঝে উঠেই ঠাণ্ডা মাথায় মাশরাফি বললেন, ‘সবার আগে দেশ।’

শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। সাঙ্গাকারা-জয়াবর্ধনে-দিলশানদের অবসরে অপেক্ষাকৃত দুর্বল দলকেই পাচ্ছেন টাইগাররা। তাই প্রথমবারের মতো লঙ্কায় সিরিজ জয় করতে দৃঢ় প্রতিজ্ঞ টাইগাররা। আর তাই সেরা দলকে নিয়েই লঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ।

আর এমন সময় ভারতের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক সাংবাদিক চাইলেন আইপিএলকে লক্ষ্য করে মোস্তাফিজকে বিশ্রাম দিতে। তবে জবাবটা তাকে বিচক্ষণতার সঙ্গেই দিয়েছেন অধিনায়ক। জানিয়ে দিয়েছেন বিশ্রাম লাগলে দলে ফিজিও-ট্রেনাররাই সেটা ভালো বুঝবেন।

‘মোস্তাফিজের ফিটনেসের জন্য ওর যদি বিশ্রাম লাগে, তবে সেটা ফিজিও-ট্রেনাররা আলোচনা করবেন। আমি মনে করি, আইপিএল না খেলে যদি জাতীয় দলের হয়ে সব ম্যাচ খেলে, সেটাই ভালো। কারণ সবার আগে দেশ।’

দেশাত্মবোধ নিয়ে মাশরাফি কখনোই আপস করেন না। সাতবার অস্ত্রোপচারের পর ডাক্তার জানিয়েছেন আবার অস্ত্রোপচার করতে হলে পঙ্গু হয়ে যাওয়ার সম্ভবনাই বেশি। তার পরও খেলে চলেছেন অবিরাম, শুধু দেশের জন্যই। সূত্র: ইন্টারনেট।