‘এমপি লিটন হত্যার মূল পরিকল্পনাকারী কাদের খান’

রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আবদুল কাদের খান।’

আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ডিআইজি গোলাম ফারুক বলেন, কাদের খান এক বছর ধরে সাংসদ লিটনকে হত্যার পরিকল্পনা করেন। হত‌্যাকাণ্ডে অংশ নেওয়া চারজনকে একটি গুদামে ছয় মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হয়।

তিনি বলেন, হত‌্যাকাণ্ডে অংশ নেওয়া চারজনের মধ‌্যে কাদের খানের গাড়িচালক আবদুল হান্নান, বাসার তত্ত্বাবধায়ক শাহিন মিয়া ও মেহেদী গ্রেফতার হওয়ার পর হাকিম আদালতে ‘১৬৪ ধারায় জবানবন্দি’ দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই কাদের খানকে গ্রেফতার করা হয়।

হত‌্যাকাণ্ডে অংশ নেওয়া রানা নামের আরেকজন এখনো পলাতক বলে জানান এই পুলিশ কর্মকর্তা।