সাত খুন মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে

নারায়ণগঞ্জের সাত খুন মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠানো হয়েছে।
রোববার সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এই নথি প্রেরণ করেন।
হাইকোর্ট বিভাগের রেজিষ্টার (প্রশাসন ও বিচার): মো. সাব্বির ফয়েজ বাসস’কে এ তথ্য জানান।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের সাত খুন মামলায় প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, এম এম রানাসহ ২৬ জনকে মৃত্যুদ- দেয়া হয়েছে। এছাড়া রায়ে নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়।
জেলা ও দায়রা জজ এনায়েত হোসেন এ রায় ঘোষণা করেন।
বিচারিক আদালতের দেয়া মৃত্যুদন্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে প্রেরণ করা হয়, যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত।
মৃত্যুদ-প্রাপ্ত আসামিদের এই সাজা অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে ‘ডেথ রেফারেন্স’ শুনানি হবে। সেখানে সাজা বহাল থাকলে তারা আপিল করতে পারবেন। এ জন্য আসামিরা ৩০ দিন সময় পাবেন। যদি কেউ আপিল না করেন তা হলে তাদের ক্ষেত্রে শুধু ডেথ রেফারেন্সেরই শুনানি হবে।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং পরদিন একই স্থান থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়। বাসস।