ভোলার লোকালয়ে মায়া হরিণ

ভোলার চরফ্যাশন উপজেলায় মিঠা পানির সন্ধানে লোকালয়ে চলে আসা একটি মায়া হরিণ বনবিভাগ উদ্ধার করেছে।

বুধবার মায়া হরিণটি উদ্ধার করা হয়।

জানা গেছে, মিঠা পানির সন্ধানে মায়া হরিণটি লোকালয়ে চলে আসে। স্থানীয়  জেলেরা হরিণটি আটক করে। পরে বনবিভাগ বিষয়টি জানতে পেরে মায়া হরিণটি উদ্ধার করে দুপুরে উপজেলার চর ইসলামের সংরক্ষিত বনে অবমুক্ত করে।

চরফ্যাশন বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত এক মাসে মিঠা পানির সন্ধানে লোকালয়ে আসা তিনটি মায়া হরিণ উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্ত করেছে স্থানীয় বন বিভাগ।