অধিভুক্ত সাত কলেজে থাকবে না ঢাবির লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত নতুন সাতটি কলেজে ঢাবির লোগো ব্যবহার হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। গতকাল সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ঢাবি উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির ঘটনা তো এটা প্রথম নয়। অনেক আগে থেকেই বিভিন্ন কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। তারা স্বাধীন এবং তাদের নিজস্ব লোগো আছে, সেটাই তারা ব্যবহার করবে। এখানে ঢাবির লোগো ব্যবহারের কোনো সুযোগ নেই।

লোগো ব্যবহার নিয়ে অস্পষ্টতা এবং বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির কারণ জানতে চাইলে উপাচার্য বলেন, একটি শ্রেণি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে সমস্যা সৃষ্টি করছে। মূলত নতুন অধিভুক্ত সাতটি কলেজ আগে অধিভুক্ত অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতোই সুযোগ-সুবিধা পাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় বা কোনো ইউনিট হিসেবে অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে খেলাধুলায় অংশ নেওয়ারও সুযোগ থাকছে না বলে তিনি জানিয়েছেন।