আজ থেকে শুরু “ডিআইআইটি ইন্টার ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮”

বিডিসংবাদ প্রতিবেদকঃ  শুরু হচ্ছে ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটি ইন্টার ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮। আজ শনিবার সকাল ৮:৩০ মিনিটে রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এই আন্তঃ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করবেন ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটি’র অধ্যক্ষ মো. শাখাওয়াত হোসেন

মূলত এই টুর্নামেন্টটি ডিআইআইটির শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রফেশনাল সিএসই,বিবিএ,টুরিজম এবং এমবিএ এর সকল ব্যাচের শিক্ষার্থীর অংশগ্রহণে চারটি গ্রুপের সর্বমোট ১৬টি দল নিয়ে গঠিত হয়েছে ।

অংশগ্রহনকারী দলগুলো হলঃ

গ্রুপ এ‘- ইউনাইটেড ব্রাদারহুড/ গেম সুইঙ্গারস/ডিআইআইটি রাইডার্স/ ফোরটিনথ রেঞ্জার্স, 

গ্রুপ বি’ –  ফিফটিনথ গ্লাডিটরস/রিটার্ন জিরো/ফ্রিডোম ফাইটার্স/ ডার্ক রাইডার্স

গ্রুপ সি‘- ফিফটিনথ এট্রিম/ডিআইআইটি প্লাস/এমবিএ/স্ট্রোম রাইডার্স এবং

গ্রুপ ডি’সিক্সটিনথ রানার্স/এইটিনথ ইগোলস/সেভেন্টিনথ সিক্সারস/সিক্সিনথ ফাইটার্স

আজকে চারটি গ্রুপের অংশগ্রহনকারী ছয়টি দল নিয়ে তিনটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ মহসিন হল  ও ধানমন্ডির টিচার্স ট্রেনিং সেন্টার মাঠে। দুটি ম্যাচের(সেভেন্টিনথ সিক্সারস বনাম এইটিনথ ইগোলস, মহসিন হল মাঠ এবং ডিআইআইটি প্লাস বনাম এমবিএ,টিচার্স ট্রেনিং সেন্টার মাঠ )  খেলা শুরু হবে ঠিক সময় সকাল ৮:৩০মিনিটে এবং পরের একটি ম্যাচ( ফিফথ গ্লাডিটরস বনাম রিটার্ন জিরো, টিচার্স ট্রেনিং সেন্টার মাঠ) শুরু হবে সকাল ১১:৩০ মিনিটে

এ পর্যায়ে টুর্নামেন্টে গ্রুপভিত্তিক ম্যাচের খেলা চলবে আজ ২৪ ফেব্রুয়ারী থেকে আগামী ৫ মার্চ  ২০১৮ পর্যন্ত।

বিডিসংবাদ/সামি