আজ ডিআইআইটি’র “আইটি ফেস্ট ২০১৮” দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত

বিডিসংবাদ প্রতিবেদকঃ ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটিতে আয়োজিত  “আইটি ফেস্ট ২০১৮” এর দ্বিতীয় পর্ব আজ অনুষ্ঠিত হল।

প্রযুক্তি উৎসবের আজকের পর্বে  ছিল কোডিং কর্মশালা, প্রেজেন্টেশন কন্টেস্ট, চেজ ইউর ড্রিম কন্টেস্ট, জব ইন্টারভিউ এবং সর্বশেষ সেমিনারে আইটি প্রফেশনালদের সম্মেলন

আজ ডিআইআইটি'র "আইটি ফেস্ট ২০১৮" দ্বিতীয় পর্ব অনুষ্ঠিতআজকের আয়োজনের অনুষ্ঠানসূচি অনুযায়ী যথাসময়ে কার্যক্রম শুরু হয় এবং অনুষ্ঠানে দেশের শীর্ষ আইটি প্রফেশনালস এই সেক্টরের সেরা কর্পোরেট আইকনরা আজকের অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অতিথিবৃন্দরা হলেন- যমুনা ব্যাংক লিমিটেড এর সিনিয়র এক্সেকিউটিভ অফিসার সেলিম মোল্লা, স্কয়ার হাসপাতাল লিমিটেড এর এইচআর হেড নওশাদ পারভেজ এবং জিজটি বিডি লি. এর কিমেয়া অরিন

আজ ডিআইআইটি'র "আইটি ফেস্ট ২০১৮" দ্বিতীয় পর্ব অনুষ্ঠিতএছাড়া অনুষ্ঠানে আরো বিশেষ বক্তব্য রাখেন ডিআইআইটি প্রতিষ্ঠানটির সম্মানিত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

গত পর্বের মত আজও ছিল আইটি সেক্টরের আইটি রিলেটেড বিভিন্ন প্রকল্পের স্টল প্রদর্শনী। এই প্রদর্শনীতে ছিল মোট ৯টি স্টল এগুলো হল – হেল্পিং বার্ডস অব ডিআইআইটি, গোল্ডেন ফ্রেমওয়ার্কস,সাঈদ কম্পিউটার এন্ড কমার্শিয়াল, ভার্চুয়াল হাট, কাজি ফ্যাশন,বুক ফাইন্ডার,ক্রাফটটুশ,  কিউ বি, আইটি ভ্যালী

আজ ডিআইআইটি'র "আইটি ফেস্ট ২০১৮" দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত
                                            হেল্পিং বার্ডস অব ডিআইআইটি
আজ ডিআইআইটি'র "আইটি ফেস্ট ২০১৮" দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত
                                                গোল্ডেন ফ্রেমওয়ার্ক
আজ ডিআইআইটি'র "আইটি ফেস্ট ২০১৮" দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত
                                    সাঈদ কম্পিউটার এন্ড কমার্শিয়াল

 

আজ ডিআইআইটি'র "আইটি ফেস্ট ২০১৮" দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত
                                                 কাজি ফ্যাশন
আজ ডিআইআইটি'র "আইটি ফেস্ট ২০১৮" দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত
                                                 বুক ফাইন্ডার

 

আজ ডিআইআইটি'র "আইটি ফেস্ট ২০১৮" দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত
                                                        ভার্চুয়াল হাট

 

আজ ডিআইআইটি'র "আইটি ফেস্ট ২০১৮" দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত
                                           কিউ বি, ক্রাফটটুশ, আইটি ভ্যালী

আগামীকাল থাকছে ফেস্টের সমাপনী ও শেষ পর্ব। এই সমাপনীতে প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার ও  বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

 

বিডিসংবাদ/সামি