ডোমিনিকান রিপাবলিকে লাইভ অনুষ্ঠানে গুলিতে ২ সাংবাদিক নিহত

ডোমিনিকান রিপাবলিকে একটি রেডিওতে সরাসরি অনুষ্ঠান চলাকালে বন্দুক হামলায় দুই সাংবাদিক নিহত হয়েছে। পরে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়।

এ দুই সাংবাদিকদের একজন তার ফেসবুক লাইভ অনুষ্ঠান চিত্রায়িত করার সময় গুলিবিদ্ধ হন। পুলিশ জানায়, রাজধানী সান্তো দমিঙ্গোর পূর্বের সান পেদ্রো ডি ম্যাকোরিসে মঙ্গলবার ঘটনা ঘটে। হামলায় নিহত দুই সাংবাদিকের একজন হলেন প্রেজেন্টার লুইস ম্যানুয়েল মেদিনা এবং অপরজন রেডিও প্রযোজক লিও মার্টিনেজ।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলায় এক নারী আহত হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। অ্যাটর্নি জেনারেল জিয়ান রদ্রিগুয়েজ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, এ ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে। এএফপি।