পানিতে ডুবলো ফারুকী নির্মিত ‘ডুব’!

বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ে নির্দেশে সেন্সরবোর্ডে জমা পড়ার আগেই বন্ধ হয়ে গেল মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ও ইরফান খান অভিনীত বড় বাজেটের চলচ্চিত্র ‘ডুব’। ফারুকী ও ইরফান খানের যৌথ প্রযোজনার নির্মিত হচ্ছিল ‘ডুব’ যার ইংরেজি নামকরণ করা হয়েছে ‘নো বেড অব রোজেজ’। নির্মাণ শেষে সেন্সরবোর্ড পেরিয়ে চলচ্চিত্রটি মুক্তির কথা ভাবছিলেন ফারুকী। কিন্তু বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে চলচ্চিত্রটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমাদেরকে প্রথম দরজায় আটকে দেয়া হয়েছে। তারা স্থগিত আদেশ দেয়ার কোন কারণ ব্যাখ্যা করেনি, তাই চলচ্চিত্রটি মুক্তি দেয়া উচিত হবে না কি কারণে তা আমি জানি না। হ্যাঁ, আমার চলচ্চিত্রের বিষয়টিকে অনেকেই ‘নিষিদ্ধ’ বিষয় বলে প্রচার করছে। কিন্তু সেখানে এমন কিছু নেই যা বাংলাদেশের ‘ফিল্ম কোড’ ভঙ্গ করে। এটি স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে অবস্থান।

এদিকে চলচ্চিত্র স্থগিত করে দেয়া প্রসঙ্গে ইরফান খান বলেন, বাংলাদেশ সরকার চলচ্চিত্রটির কার্যক্রম স্থগিত করেছে জানতে পেরে আমি খুবই অবাক হয়েছি। এটি একজন মানুষের জীবনের বর্ণনা যেখানে নারী ও পুরুষের সম্পর্কের চড়াই-উৎরাইয়ের গল্প বেশ ভারসাম্যপূর্ণ ভাবে বর্ণনা করা হয়েছে। এর ফলে সমাজের কি ক্ষতি হতে পারে? ভেরাইটি ডটকম।