সার্চ কমিটি নিয়ে উদ্বিগ্ন ঢাবি সাদা দল

দল-নিরপেক্ষ সার্চ কমিটি গঠিত না হওয়ায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি-জামায়াত সমর্থক সাদা দল।

সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সাক্ষরিত বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশে পরবর্তী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বুধবার গঠিত ‘সার্চ কমিটি’ দল নিরপেক্ষ না হওয়ায় আমরা বিস্মিত, হতাশ ও ক্ষুব্ধ। আমরা মনে করি, সার্চ কমিটি গঠনে জনআকাক্সক্ষা নয়, বরং ক্ষমতাসীন দলের ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে দলীয় স্বার্থের ঊর্দ্ধে উঠে সকলের নিকট গ্রহণযোগ্য এবং দল নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে সার্চ কমিটি পুনর্গঠনের জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে  জোর দাবি জানাচ্ছি।”

তারা বলেন, “আমরা মনে করি, দেশে চলমান রাজনৈতিক সঙ্কট থেকে উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য এবং সবদলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন খুবই জরুরি। আর এ ধরনের নির্বাচন আয়োজনের জন্য একটি শক্তিশালী এবং স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন অপরিহার্য। আসন্ন নির্বাচন কমিশন গঠনকে সামনে রেখে মহামান্য রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার যে উদ্যোগ নিয়েছিলেন তাতে জাতি আশা করেছিল যে, এবার নির্বাচন কমিশন গঠনে জনপ্রত্যাশা পুরণ হবে। কিন্তু গতকাল গঠিত সার্চ কমিটিতে সরকার দলের সমর্থক এবং ক্ষমতাসীন দলের সাথে সংশ্লিষ্টদের (গণমাধ্যমের খবর অনুযায়ী কমিটির একজন সদস্য শাসকদলের রাজনীতির সাথে এখনো সরাসরি সংশ্লিষ্ট) নিযুক্তির ফলে এ বিষয়ে জনমনে সংশয় এবং অসন্তোষ দেখা দিয়েছে।”

ওই বিবৃতিতে বলা হয়, “ইতিমধ্যেই দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল সার্চ কমিটি গঠন বিষয়ে তাদের উদ্বেগ ও হতাশা প্রকাশের পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরাও মনে করি যে, এ কমিটির পক্ষে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সুপারিশ করা সম্ভব হবে না। আমদের ধারণা একটি আজ্ঞাবহ নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে ক্ষমতাসীনদের পুনরায় ক্ষমতায় যাওয়ার নীল নকশার অংশ হিসেবেই একটি দলীয় সার্চ কমিটি গঠন করা হয়েছে।”

তারা বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত এক দলীয় ও ভোটারবিহীন সাধারণ নির্বাচনের পর বর্তমান নির্বাচন কমিশন নির্বাচনের নামে বিভিন্ন সময়ে জাতির সাথে যে প্রহসন করেছেন, তাতে ইতোমধ্যে বাংলাদেশের মানুষ নির্বাচনের ব্যাপারে তাদের আস্থা হারিয়ে ফেলেছে। আমরা মনে করি, এটি গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশের জন্য একটি মারাত্মক অশনি সংকেত। এ থেকে উত্তরণ অতীব জরুরি। আর এ জন্য প্রয়োজন জাতির কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ। অন্যথায় ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি দীর্ঘ মেয়াদি রাজনৈতিক সংকটে নিপতিত হবে বলে আমাদের আশংকা। দেশপ্রেমিক ও সচেতন মানূষের নিকট এটি কোনোভাবে কাম্য নয়।”

বিবৃতিতে আরো বলা হয়, “মহামান্য রাষ্ট্রপতি দেশের অভিভাবক। আমাদের প্রিয় মাতৃভূমি আজ জঙ্গিবাদসহ নানামুখী সঙ্কটে নিপতিত। বিদ্যমান বাস্তবতায় নতুন করে কোনো ইস্যুতে জাতিকে যেন অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে  দেয়া না হয়, এ ব্যাপারে আমরা মহামান্য রাষ্ট্রপতি উদ্যোগ ও হস্তক্ষেপ কামনা করি। এ কারণেই সার্চ কমিটি গঠনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জন্য তাঁর কাছে জোর দাবি জানাচ্ছি।”

বিবৃতিদাতা শিক্ষরা হলেন- অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খান, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক হোসনে আরা বেগম, অধ্যাপক মো. মাহফুজুল হক, অধ্যাপক ড. মো. এনামুল হক, অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস, অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক, অধ্যাপক আ কা ফিরোজ আহমদ, জনাব মোহাম্মদ সফিউল্যাহ, জনাব মো. আল আমিন, অধ্যাপক ড. হায়দার আলী, অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, কাওসার হোসেন টগর,  জনাব ইসরাফিল প্রামাণিক, অধ্যাপক ড. আবদুল আজিজ, অধ্যাপক ড. আসলাম হোসেন, অধ্যাপক সুকোমল বড়ূয়া, অধ্যাপক তাহমিনা আখতার, অধ্যাপক মোঃ মাহফুজুল ইসলাম, অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক ড. মোঃ আবুল বাশার, অধ্যাপক ড. শেখ নজরুল ইসলাম, অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক মোঃ আব্দুল হাকিম, অধ্যাপক মোঃ আতাউর রহমান মিয়াজী, অধ্যাপক মোঃ মুজাহিদুল ইসলাম, অধ্যাপক আহমেদ জামাল আনোয়ার, অধ্যাপক এ এস এম মহিউদ্দিন, অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম, অধ্যাপক ড. সৈয়দ আলি আহসান, অধ্যাপক ড. নেভিন ফরিদা, অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান, অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন তারেক, অধ্যাপক ড. মোঃ আব্দুল কাদের, মোঃ মাজহারুল আনোয়ার, অধ্যাপক ড. মোঃ আবদুর রব, অধ্যাপক ড. মোঃ আবদুল কাইয়ুম, অধ্যাপক ড. মোঃ আবুল বাসার, অধ্যাপক ড. ইয়ারুল কবির, অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান খান, অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম ভূইয়া, অধ্যাপক ড. মোঃ এমরান কাইয়ুম, অধ্যাপক ড. মোঃ কামরুল এহসান, অধ্যাপক ড. মোঃ খলিলুর রহমান, অধ্যাপক ড. মোঃ সায়েদুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ সুলতান হোসেন,  অধ্যাপক ড. খোন্দকার  মেসবাহ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. আবু মোহাম্মদ শফিকুল আলম, অধ্যাপক ড. আব্বাছ আলী খান, অধ্যাপক ড. আমিনুল ইসলাম ভূইয়া, অধ্যাপক ড. মোঃ খলিলুর রহমান,  অধ্যাপক ড. বাবুনা ফায়েজ, অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. এ.এ. মাহবুব উদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. এস. এম. মো¯তফা আল-মামুন, অধ্যাপক শামীম শামছি, অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, অধ্যাপক ড. মু¯তাফিজুর রহমান, অধ্যাপক ড. রাজিয়া বেগম, অধ্যাপক ড. সাহিদা ইসলাম, অধ্যাপক ড. ছগীর আহমেদ, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, অধ্যাপক ড. সিরাজুল হক, অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান নিজামী, অধ্যাপক ড. দিলিপ বড়ুয়া, অধ্যাপক ড. মো. শফিকুর রহমান, অধ্যাপক ড. মো. শামসুল ্আলম, অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূই্য়া, জনাব এম এ কাউসার, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. ইউসুফ ইবনে হোসাইন, ড. শেখ মো. ইউসুফ, জনাব আবদুল আজিজ, অধ্যাপক ড. মোঃ মেহেদী মাসুদ, অধ্যাপক ড.মোঃ আনোয়ারুল আজিম আকন্দ, ড. শাহনুর হোসাইন, মিসেস সাবরিনা আখতার, জনাব রেজা আসাদ হুদা অনুপম, ড. মো আজহারুল ইসলাম, ড. মুনিরুল ইসলাম, জনাব দেবাশীষ পাল, অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান,অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, অধ্যাপক ড. মোঃ আবদুল করিম, অধ্যাপক ড. মোঃ আবদুস সালাম, অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, অধ্যাপক ড. মোঃ আসলাম হোসেন, ড. মোঃ নাদিরুজ্জামান মন্ডল, ড. মোঃ শাহাবুল আলম, অধ্যাপক  ড. মোঃ হাসান উজ্জামান, অধ্যাপক ড. মহব্বত আলী, অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন খান, অধ্যাপক ড. আফরোজ সুলতানা চ্যামন, অধ্যাপক ড. আবদুস সালাম, ড. আরিফ বিল্লাহ, অধ্যাপক ড. নাজমুল আহসান, অধ্যাপক ড. এ এইচ এম জুলফিকার আলী, ড. মোঃ সাইফুল ইসলাম, ড. মুহাম্মদ মেজবাহ উল ইসলাম, ড. মু: মুছলেহ উদ্দীন, ড. মুহাম্মদ আবদুল লতিফ, ড. মুহাম্মদ ইফসুফ, ড. মুহাম্মদ মুসলেহ উদ্দিন, ড. মুহাম্মদ শামছুল আলম, অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ড. শাকিল উদ্দিন আহমেদ, ড. মুর্শিদা বেগম, মৌটুসী তানহা, মোহাম্মদ আজহারুল ইসলাম, ড. মোহাম্মদ শরীফুর রহমান, ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল কায়সার, ড. মোঃ রুহুল আমিন, অধ্যাপক  ড. মোঃ মাইমুল আহসান খান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সফিকুল ইসলাম, সেহেলী পারভীন, অধ্যাপক ড. গোলাম রব্বানী, দেবাশীষ পাল, মোহাম্মদ দাউদ খান, মোহাম্মদ আবু ইউসুফ, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মামুন চৌধুরী, ড. মোহাম্মদ ওমর ফারুক, ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূইয়া, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মো আনোয়ার হোসেন, ড. মোঃ বেলাল হোসেন, মোঃ মেহেদী হাসান খান, মোঃ মোশাররফ হোসেন, মোঃ রোকনুজ্জামান, অধ্যাপক ড. মোঃ গোলাম রব্বানী, জনাব মোঃ আবদুল কাদির, অধ্যাপক  ড. মোঃ আবুল কালাম সরকার, মোঃ আলমগীর হোসেন, মোঃ আজহারুল ইসলাম, ড. মোঃ তাজুল ইসলাম, ড. মোঃ মিজানুর রহমান, মোঃ নুরুল ইসলাম, ড. মোঃ রবিউল ইসলাম, ড. মোঃ রবিউল হক, ড. মোঃ লুৎফর রহমান, মোঃ কুতুব উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জসিম উদ্দীন, জনাব মোঃ মোস্তফা কামাল, আ ন ম সালাহ উদ্দিন, জনাব আবদুস সালাম, জনাব মোঃ আলমগীর হোসেন সম্রাট, আবু আসাদ চৌধুরী, জনাব আমিরুস সালাত, অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূইয়া, মিসেস নুসরাত ফাতেমা,  মিসেস উসমিতা আফরোজ, ড. এ টি এম মোস্তফা কামাল, মালেকা পারভীন, জনাব মাহবুব কায়সার, অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, ড. মুহাম্মদ রুহুল আমিন, মুহাম্মদ জহিরুল ইসলাম, জনাব মোঃ নুরুল আমিন, ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক, জনাব ওমর ফারুক, অধ্যাপক ড.কাজী  মো¯তাক গাউসুল হক, জনাব সাইফুদ্দিন আহমেদ, ড. হাফিজ মুজতবা রিজা আহমাদ, মো. রফিকুল ইসলাম, ড. নাসরিন সুলতানা, জনাব মো. আরিফুর রহমান, জনাব মেহদী হাসান খান এবং জনাব রাশীদ মাহমুদ, ড.আ স ম রেজাউল করিম. জনাব কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।