ইতালিতে ভূমিকম্পের পর তুষার ঝড়, নিহত ৩০

ইতালির মধ্যাঞ্চলে কয়েক দফার ভূমিকম্পের পর তুষার ঝড়ে বরফের নিচে চাপা পড়েছে একটি হোটেল। ওই হোটেলে অন্তত ৩০ জন ছিলেন। বরফ ধসের এ ঘটনায় অন্তত ৩০ জনের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। দেশটির অ্যাবরুজু অঞ্চলের গ্রান সাসো পাহাড়ি এলাকায় তুষার ঝড়ের ঘটনাটি ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে স্থানীয় সময় গতকাল বুধবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে প্রথম ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও দুটি কম্পন অনুভূত হয়েছে দেশটিতে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ইতালিতে আঘাত হানা শক্তিশালী তিন ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল যথাক্রমে ৫.৩, ৫.৭ ও ৫.৩।

খবরে বলা হয়, দফায়-দফায় ভূমিকম্পের পর তুষার ঝড়ের আঘাতে স্থানীয় রিগোপিয়ানো হোটেলের ছাদ ধসে নিহত ও হতাহতের ঘটনাটি ঘটে। এ ঘটনার পরপরই সেখানে উদ্ধার তৎপরতা চলে।

একই অঞ্চলে গত বছরের ২৪ আগস্ট ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় ২৯৮ জনের প্রাণহানি হয়।