‘ইভিএম নিয়ে দলগুলোর আস্থার সংকট দূর করতে হবে’

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টিএম শামসুল হুদা বলেছেন, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নির্বাচনী ব্যয়হ্রাস, কম সময়ে ভোটগ্রহণ, ভোট নষ্ট হওয়ার ঝুঁকিহ্রাসের মতো নানাবিধ সুবিধা রয়েছে। তিনি বলেন, ‘ইভিএম নিয়ে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনের আস্থার সংকট দূর করতে এ বিষয়ে পর্যাপ্ত ধারণা প্রয়োজন।’

আজ শনিবার বিএফডিসিতে নির্বাচনে ইভিএম এর ব্যবহার বিষয়ক এক সংসদীয় বিতর্কে প্রধান অতিথির বক্তৃতায় শামসুল হুদা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ড. শামসুল হুদা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমএর মাধ্যমে ভোটগ্রহণ সম্ভব নয়। পরীক্ষামূলকভাবে স্থানীয় সরকারের নির্বাচনসহ কয়েকটি নির্বাচনে আগামী কয়েক বছর ইভিএম এর ব্যবহারের মাধ্যমে ভোটারদেরকে এ প্রক্রিয়ার সাথে পরিচিত করতে হবে।

তিনি বলেন, বর্তমানে বিশ্বের ২৭টি দেশে ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এ মেশিনের গঠন ও প্রকৃতিতে ভিন্নতা রয়েছে।