কুমিল্লা সিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চলছে। বুধবার সকাল ১০টা থেকে নগরীর টাউনহল মিলনায়তনে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিচ্ছেন।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে নৌকা প্রতীক বরাদ্দের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। পরে বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হককে (সাক্কু) ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়। এছাড়া মেয়র পদে জাসদ মনোনীত প্রার্থী শিরিন আক্তারকে তারা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এরপর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া শুরু করা হয়।

এদিকে প্রতীক বরাদ্দ নিতে সকাল থেকে টাউনহল মিলনায়তন এবং টাউন হল মাঠে ভিড় জমায় প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর পক্ষে তাদের উভয় দলের নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নগরীর কান্দিরপাড়স্থ টাউন হল মাঠসহ আশপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দুপুর সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের মাঝে প্রতীক বরাদ্দ চলছিল।

উল্লেখ্য, কুসিক নির্বাচনে মেয়র পদে তিনজন এবং কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ড থেকে ১১৪ জন ও সংরক্ষিত ওয়ার্ড থেকে ৪০ জনসহ ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।