একুশ তুমি

কবি- মোহাম্মদ আশরাফ উদ্দিন মুকুলঃ 

একুশ তুমি মহান-
সালাম সালাম শত সালাম
তোমার ত্যাগী বিপ্লবী জনতার স্বরণে,
স্বাধীনতা পেয়েছি মোরা তোমার বলিদানে।
একুশ তুমি
বর্ণমালার জয়ের প্রতিধ্বনী
তোমার কাছে বঙ্গবাসী হলো চিরঋনী।
অ,আ,ক,খ মায়ের মধুর ভাষা,
তোমায় নিয়ে মোদের গর্ব-মোদের সুখের আশা।
একুশ তুমি
রক্তে রাঙানো মুক্তি সেনার ছবি,
তোমার জন্য নজরুল শীর্ষে- বাংলার বিদ্রোহী কবি।
তুমি আমার জিবন মরন তুমি আমার গান,
তোমার জন্য আবাল,বৃদ্ধ,বনিতা দিয়ে গেল প্রাণ।
একুশ তুমি
প্রভাত কালের নব সূর্যোদয়,
পরাধীনতার শৃংখল ভাঙা জাতীর মুক্তির বিজয়।
দোয়েল, কোয়েল, ময়না, শ্যামার মধুর কন্ঠস্বর,
মুসলিম, হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান একই মায়ের অধর।।

বিডিসংবাদ/এএইচএস
একুশ তুমি